আজ ২৬শে মার্চ; মহান স্বাধীনতা দিবস
1 min readশাহেদ হুসাইন মুবিন
শুরুতে আজকের এই দিনে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আর সীমান্তের আহ্বানের লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীসহ দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
স্বাধীনতার ৪৯তম বছরে আমি সালাম জানাই তাদের, যারা আমাদের মাতৃভূমির জন্য দিয়েছেন প্রাণ। তাদের আত্মত্যাগের গল্পগুলো দিয়ে গাঁথা আমাদের এই মহান পতাকা। সেই গল্পগুলো অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং লাখো বাঙালির হৃদয়ে। যে দেশ নিয়ে আমরা গর্ব করি, সে দেশটিকে স্বাধীনতা এনে দেয়ার জন্য আমরা তাদের প্রতি আজন্ম ঋণী থাকব। আসুন, আমরা আমাদের কাজ দিয়ে সেই মহান পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখি। সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন, দূর হোক সব দ্বন্দ্ব-হানাহানি, শুধু দেশের জন্য লড়ুক সবাই এক হয়ে, এক আত্মা হয়ে। আর যেন কোনো হাহাকার এসে হানা না দেয় এই বাংলার মাটিতে, আর যেন রঞ্জিত না হয় এই বাংলার মাটি নিজের সন্তানের রক্তে। বিনম্র শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি।