অমানবিক প্রতিকার
1 min read[কাকলী আক্তার মৌ]
করোনা তুমি;গগণবিদারী হাজার উটের অভিশাপ,
করোনা তুমি;মানুষের গড়া অমানবিক,অতিপাপ।
করোনা তুমি;উইঘুরের যাতনার অশ্রু নীল-
করোনা তুমি;শোষণ লুন্টনের প্রেতাত্মা শঙ্খচীল।
করোনা তুমি;সিরিয়া শিশুর মরনে ফরিয়াদ-
করোনা তুমি;খোদায়ী গজবে,নীরব প্রতিবাদ।
করোনা তুমি;ইয়েমেনে,নারী শিশুর আহাজারী-
করোনা তুমি;জমিনি গজব,নির্দয়,মহামারী।
করোনা তুমি;ফিলিস্থিনের,মানুষের হাহাকার-
করোনা তুমি;অবক্ষয়ের অমানবিক প্রতিকার।
করোনা তুমি;বোমায় পোড়ানো,হাহাকারে চিৎকার,
করোনা তুমি;এই সমাজের,লাজহীনতার সুবিচার।
করোনা তুমি;ডাস্টবিনে ফেলা নবজাতকের সংগ্রাম,
করোনা তুমি;প্রভুর গজব,মহা আযাবের নাম।
রক্ষে কর,রক্ষে কর,মহান আল্লাহ,করুনাময়-
বাচার আকূতি,তওবা করি,ক্ষমা কর দয়াময়।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক