স্বাধীনতার হাসি
1 min read[ইব্রাহিম হোসেন]
স্বাধীনতা! তোমায় পেয়ে
মাতৃভূমি হাসে,
চন্দ্র তারাও হেসে উঠে নীল আকাশে ভেসে।
স্বাধীনতা! তোমায় পেয়ে
দোয়েল শ্যামা হাসে,
গরিব-দুঃখীর হাসি ফুটে বাংলা ভালোবেসে ।
স্বাধীনতা! তোমায় পেয়ে
সাগর নদী হাসে,
উছলে পড়ে ঢেউয়ের উপর ঢেউ এসে হেসে।
স্বাধীনতা! তোমায় পেয়ে
পাখ-পাখালি হাসে,
হেসে ভ্রমর মধু নিতে ফুলের উপর বসে ।
স্বাধীনতা! তোমায় পেয়ে
নীল গগনে হাসে,
বৃক্ষ জড়িয়ে তরুলতা উঠে মুচকি হেসে ।
স্বাধীনতা! তোমায় পেয়ে
শস্য-শ্যামল হাসে,
ক্ষেতের মাঠে কৃষান হাসে
লাঙ্গল টেনে শেষে ।
স্বাধীনতা! তোমায় পেয়ে
দেশ-জনতা হাসে ,
রুপের রাণী বাংলা হাসে
সবুজ শ্যামল ঘাসে ।
স্বাধীনতা! তোমায় পেয়ে
সেই মা ও তো হাসে ,
যাঁর ছেলেটা শহীদ হয়েছে
স্বাধীন বাংলাদেশে ।
স্বাধীনতা! তোমায় পেয়ে
সেই নারীরাও হাসে ,
ধর্ষিতা হল যারা পাক বাহিনীর হাতে।
স্বাধীনতা! তোমায় পেয়ে
বিশ্ব ভূবন হাসে ,
লক্ষ প্রাণের রক্ত ক্ষয়ে
স্বাধীন হওয়ার শেষে ।