স্বাধীনতার হাসি - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

স্বাধীনতার হাসি

1 min read

[ইব্রাহিম হোসেন]

স্বাধীনতা! তোমায় পেয়ে
মাতৃভূমি হাসে,
চন্দ্র তারাও হেসে উঠে নীল আকাশে ভেসে।

স্বাধীনতা! তোমায় পেয়ে
দোয়েল শ্যামা হাসে,
গরিব-দুঃখীর হাসি ফুটে বাংলা ভালোবেসে ।

স্বাধীনতা! তোমায় পেয়ে
সাগর নদী হাসে,
উছলে পড়ে ঢেউয়ের উপর ঢেউ এসে হেসে।

স্বাধীনতা! তোমায় পেয়ে
পাখ-পাখালি হাসে,
হেসে ভ্রমর মধু নিতে ফুলের উপর বসে ।

স্বাধীনতা! তোমায় পেয়ে
নীল গগনে হাসে,
বৃক্ষ জড়িয়ে তরুলতা উঠে মুচকি হেসে ।

স্বাধীনতা! তোমায় পেয়ে
শস্য-শ্যামল হাসে,
ক্ষেতের মাঠে কৃষান হাসে
লাঙ্গল টেনে শেষে ।

স্বাধীনতা! তোমায় পেয়ে
দেশ-জনতা হাসে ,
রুপের রাণী বাংলা হাসে
সবুজ শ্যামল ঘাসে ।

স্বাধীনতা! তোমায় পেয়ে
সেই মা ও তো হাসে ,
যাঁর ছেলেটা শহীদ হয়েছে
স্বাধীন বাংলাদেশে ।

স্বাধীনতা! তোমায় পেয়ে
সেই নারীরাও হাসে ,
ধর্ষিতা হল যারা পাক বাহিনীর হাতে।

স্বাধীনতা! তোমায় পেয়ে
বিশ্ব ভূবন হাসে ,
লক্ষ প্রাণের রক্ত ক্ষয়ে
স্বাধীন হওয়ার শেষে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.