নবীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য সকল দোকানপাট ও মার্কেট বন্ধ ঘোষণা - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

নবীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য সকল দোকানপাট ও মার্কেট বন্ধ ঘোষণা

1 min read

আশাহীদ আলী আশা।।

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য নবীগঞ্জ উপজেলা প্রশাসনের নির্দেশে আজ সকাল থেকে সকল দোকান ও মার্কেট বন্ধ রয়েছে। তবে ওষুধের দোকান, মুদির দোকান ও নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজারের দোকান খোলা থাকবে ।

এই বন্ধ ঘোষণা করা হয়েছে জনগণকে ব্যাপকহারে পারস্পরিক মেলামেশা বা সংস্পর্শে এসে রোগ বিস্তার করা থেকে বিরত রাখার জন্য। সে-কারণে সর্বসাধারণকে এই সময়ে জরুরি প্রয়োজন ব্যতীত বাইরে যাওয়া বা ভ্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়
মঙ্গলবার (২৪ মার্চ ) রাতে এই নির্দেশনা দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, নবীগঞ্জ উপজেলা ও পৌরসভার সকল হাটবাজারে দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বলবত থাকবে । তবে ঔষধের দোকান, মুদি দোকান, ও নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজারের দোকান খোলা থাকবে। কেউ আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.