তোয়াকুল ইউ/পি চেয়ারম্যানের উদ্যোগে অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ - Shimanterahban24
June 8, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

তোয়াকুল ইউ/পি চেয়ারম্যানের উদ্যোগে অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ

1 min read

বিলাল আহমদ রাসেল :: বুধবার (২৫ মার্চ) গোয়াইনঘাটের তোয়াকুল বাজারে তোয়াকুল ইউনিয়ন চেয়ারম্যান খালেদ আহমদ এর ব্যাক্তিগত উদ্যোগে , গরীব, দুঃখী সহ বিভিন্ন শ্রেণি পেশার অসহায় মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং তাদের সচেতনতামূলক উপদেশ দেন।

মাস্ক বিতরন করার সময় উপস্থিত ছিলেন,মিসবাহ উদ্দিন,সাদিক আহমদ,বিলাল আহমদ রাসেল,ফখরুল আমিন প্রমুখ
এ সময় চেয়ারম্যান বলেন,আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সাধ্য মতো যা পেরেছি,তা নিয়ে এগিয়ে এসেছি, এবং চেয়ারম্যান এলাকা সহ দেশের প্রভাবশালী ব্যাক্তিদের কাছে অনুরোধ করে জানান- আপনারা আপনাদের সাধ্য মতো কিছু করার চেষ্টা করেন এই খেটে খাওয়া মানুষদের জন্য ,তারি সাথে সাথে তিনি সবাইকে সচেতন ও সর্তক থাকার আহবান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.