ইংল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ বাংলাদেশীর মৃত্যু ১ জনের বাড়ি বিয়ানীবাজারে
1 min readবিয়ানীবাজার প্রতিনিধি।।
ইংল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিয়ানীবাজারের হাজি জমসেদ আলীর মৃত্যু নামের একজন বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাজি জমসেদ আলী পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত হোয়াইট চ্যাপেলের সেটেলস স্ট্রিট এলাকায় বসবাস করতেন। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার ছনগ্রামে। তার বাবার নাম ডা. কামরুল ইসলাম।
ঐ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার খসরু মিয়া নামে আরেক বাঙালি মৃত্যুবরণ করেছেন। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।জানা গেছে, তার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া আটঘর গ্রামে।
এখন পর্যন্ত যুক্তরাজ্যে সর্বমোট ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী এক বাংলাদেশি। দ্বিতীয় বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে। করোনা ভাইরাসের সঙ্গে হাসপাতালে আটদিন যুদ্ধ করার পর গত শুক্রবার ভোরে পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি। তৃতীয় বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান (৭০)। লন্ডনের গ্রেট অরমন্ড হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
এদিকে,সব মিলিয়ে লন্ডনেই মারা গেছেন ২৭ জন।