২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে
1 min readএম রেজাউল করিম রুবেল।।
২৬ মার্চ থেকে ৪ এপ্রিল দেশে গনপরিবহন বন্ধ থাকবে। এসময় জরুরি ঔষুধ সরবরাহকৃত গাড়ি এবং কার্চামালের গাড়ি চলাচল থাকবে। এসময়ে ট্রাক,কার্ভাডভ্যান,পচনশীল পন্যর গাড়ী,ঔষুধ ও জরুরি সেবাদানকারি এসব নিষেধাঞ্জার বাইরে থাকবে।
সাধারনত খোলা বাজারে মাছের দোকান, কার্চাতরকারির দোকান ও খুচরা মুদির দোকান খোলা থাকবে।
পরিশেষে আমার পক্ষ থেকে জানাই যে আমরা এই কয়েকদিন বাহিরে বেশি ঘুরে ঘরে বসে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।