২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে

1 min read

এম রেজাউল করিম রুবেল।।

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল দেশে গনপরিবহন বন্ধ থাকবে। এসময় জরুরি ঔষুধ সরবরাহকৃত গাড়ি এবং কার্চামালের গাড়ি চলাচল থাকবে। এসময়ে ট্রাক,কার্ভাডভ্যান,পচনশীল পন্যর গাড়ী,ঔষুধ ও জরুরি সেবাদানকারি এসব নিষেধাঞ্জার বাইরে থাকবে।
সাধারনত খোলা বাজারে মাছের দোকান, কার্চাতরকারির দোকান ও খুচরা মুদির দোকান খোলা থাকবে।
পরিশেষে আমার পক্ষ থেকে জানাই যে আমরা এই কয়েকদিন বাহিরে বেশি ঘুরে ঘরে বসে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.