স্বাধীনতার কথা
1 min read[ইব্রাহিম হোসেন]
ঊনিশ শত একাত্তরে সেই পচিশে মার্চ,
বাংলার ভূখণ্ডে সবচাইতে বড় কালো রাত।
পাকিস্তানি হানাদার বাহিনী শত্রু সেনার দল,
ঝাঁপিয়ে পড়ে নিরীহ মানুষের উপর করে হত্যা কতল।
গণহত্যা, নারী ধর্ষণ এই ছিল তাদের কাজ,
গোলাবর্ষণ দুুঃশাসন নিপীড়ন-নির্যাতন ছিলনা কোন লাজ।
অত্যাচারে অত্যাচারিত হয়ে বাংলার দামাল ছেলের তরুণ দল,
প্রাণ বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে করতে ঘায়েল শত্রু সেনার দল ।
দীর্ঘ নয় মাস ধরে বাংলার জমিনে কত হয় রক্তক্ষরণ,
কত তাজা তাজা প্রাণ গেল, গেল কত তাজা জীবন।
তবুও পারেনি হানাদার বাহিনী থামাতে যাতিকল,
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে যুদ্ধে জয়ী হয়েছে তরুণ দল ।
পেয়েছি স্বাধীনতা পেয়েছি মানবতা পেয়েছি বাংলার পতাকা,
খুশির উল্লাসে সুরের বীণা বাজে মনে বাড়ে উদারতা।
হাজার প্রাণের ক্ষয়, স্বাধীনতার জয়, জয় কোটি জনতার,
পাখির কলতানে নদীর বহমানে চিত্তে উঠে খুশির জোয়ার ।
জয় বাংলাদেশের, জয় সোনার দেশের, জয় বাংলার কৃষকের,
সবার মুখে আজ হাসি ফুটে যে স্বাধীনতা দিবসের ।