করোনা ভাইরাসে মৃত্যু, লেবানন প্রবাসী বাংলাদেশী আমি গোসল করাবো; জবরুল ইসলাম
1 min readহেলাল আহমদ, লেবানন প্রতিনিধি :: বর্তমান বিশ্বে মহামারী (কোভিড -১৯) ভাইরাস করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মুসলিম ব্যক্তিদের গোসল ও জানাজা নিয়ে যখন নানা রকমের কথা শুনা যাচ্ছে। ঠিক সেই সময় লেবানন প্রবাসী কানাইঘাট উপজেলার বাসিন্দা মোহাম্মদ জবরুল ইসলাম তার এক ফেইজ বুক তে লেখা দেখলাম,তিনি জানান, আমি করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে, তার গোসল দিবো ইনশাআল্লাহ। হায়াত – মৃত্যুর আল্লাহর হাতে কে কিভাবে মারা গেলে সেইটা দেখার নয়। তিনি আরও বলেন, আমি একজন মুসলমান এবং ইসলাম ধর্মের অনুসারী হিসেবে মনে করি, যার মৃত্যু যেভাবে হাওয়ার সেভাবেই হবে। এটা আল্লাহর বিধান আমাদেরকে তা মানতে হবে।
জানা গেছে, জবরুল ইসলাম প্রস্তুত, লেবানন প্রবাসী ভাই ও বোনেরা
লেবানন যে কোন যাগায় যে কেউ মারা গেলে আশ পাশে যারা আছেন, যদি দেখেন জানাজা হচ্ছে না,অথবা গোসল হচ্ছেনা সাথে সাথে যুগাযোগ করুন, আমি রেডি আছি। আমি মৃত্যুকে ভয় করিনা।
যার যখন যেভাবে মৃত্যু লেখা পৃথিবী উল্টে গেলেও তার এক সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না,ইনশাআল্লাহ।
যোগাযোগ,,, 0096181890478.md.jabrul islam Lebanon, তাকে ডাকলে নিজের সব কাজ কর্ম রেখে চলে যান মৃত্যু ব্যক্তির জীবনের শেষ গোসল দেয়ার জন্য। তিনি একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করে যাবেন।
লেবানন প্রবসী’রা মোঃজবরুল ইসলাম’র এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে।