করোনা নিয়ে জমিয়ত নেতা আব্দুস শহিদ গলমুকাপনীর আহবান
1 min readফরিদ আহমদ ফেরদৌস।।
করোনা পরিস্থিতিতে দেশবাসী,আলীম সমাজ ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি, ওসমানিনগর উপজেলা জমিয়তের সভাপতি আল্লামা শায়খ আব্দুস শহিদ গলমুকাপনী এর আহ্বান:
প্রিয় দেশবাসী ও আলীম সমাজ,
আসসালামু আলাইকুম।
আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিসহ পুরো বিশ্ব আজ এক কঠিন পরিস্থিতির সম্মুখিন হয়েছে ৷ চীনের উহান থেকে উদ্ভুত নভেল করোনা ভাইরাস পর্যায়ক্রমে আজ প্রায় সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে ৷ এর ভয়াবহতার কারণে জাতিসঙ্ঘ থেকে মহামারী ঘোষণা করা হয়েছে ৷ এর কোন ভ্যাকসিন এখনো আবিষ্কার না হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ আমাদের দেশেও ২০ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৷ এটা সংক্রামক ব্যাধি হওয়ায় মানুষের মাঝে আতংক বিরাজ করছে ৷ সকল শিক্ষাঙ্গন বন্ধ ঘোষণা করা হয়েছে ৷
প্রিয় দেশবাসী, এহেন পরিস্থিতিতে আমাদের প্রতিটি পদক্ষেপে সচেতনতার পরিচয় দিতে হবে ৷ প্রথমত আমাদের বিশ্বাস হচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে এ রোগ সংক্রামক হতে পারেনা ৷ বরং আল্লাহ চাইলেই এটা সংক্রমণ করতে পারে ৷ এ দূরাবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে হবে ৷ নিয়মিত সালাত পাঠ, কোরআন তেলাওয়াত, তাওবা-ইস্তিগফার করতে হবে ৷ পাশাপাশি স্বাস্থ্য সংস্থাসমূহের পরামর্শানুযায়ী সকলপ্রকার সতর্কতা মেনে চলা। যেমন, জনসমাগম এড়িয়ে চলা, প্রয়োজনে মাস্ক ব্যবহার করা, সাবান দিয়ে হাত ধুয়া ইত্যাদি নির্দেশনা মেনে চলতে হবে ৷ আতংকিত না হয়ে সতর্কতার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ৷
সংগঠনের প্রিয় দায়িত্বশীল ও কর্মী ভায়েরা!
যেহেতু স্বাস্থ্য সংস্থাসমূহ সবধরনের জনসমাগম এরিয়ে চলার পরামর্শ দিচ্ছে। তাই আপাতত নিয়মিত বৈঠক, প্রশিক্ষণ ও পাঠচক্র স্থগিত রেখে টেলিফোন, স্যোশাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বজায় রাখতে হবে ৷ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে ৷ কেউ আক্রান্ত হলে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সতর্ক পদক্ষেপ নিতে হবে ৷
প্রিয় দেশবাসী! ব্যক্তি থেকে জাতীয় জীবনে জুলুম, অশ্লীলতা ও সর্বপ্রকারের অপরাধমূলক কর্মকাণ্ড ত্যাগ করা অপরিহার্য ৷ তাহলেই আল্লাহর সাহায্য আমাদের সঙ্গী হবে। তাই আসুন, সকলে ঐক্যবদ্ধভাবে বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করে মজলুমের পাশে দাঁড়াই। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আমাদের সবধরণের বিপর্যয় থেকে রক্ষা করবেন ৷
আল্লাহ আমাদের মঙ্গল করুন ৷ আমীন