আল্লাহর গজবের মোকাবেলা করার শক্তি কারোর নেই, তবে দোয়ার মাধ্যমে ‘করোনা’ প্রতিহত করা যায়; হুসাইন
1 min readহেলাল আহমদ :: ২২ মার্চ বাদ যোহর, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার উদ্যোগে, বালাগঞ্জ ডি এন স্কুল মসজিদে, করোনা ভাইরাস নামক আল্লাহর গজব থেকে বাঁচার লক্ষ্যে আয়োজিত দো’আ মাহফিলে সভাপতির বক্তব্যে, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ বলেন, “করোনা ভাইরাস আল্লাহর একটি গজব। আমাদের পাপাচারের ফলেই এই গজব এসেছে। পবিত্র কুরআনের ভাষায়, ‘জলে-স্থলে যত বিপর্যয় আসে, সবই মানুষের কর্মফল’। আর আল্লাহর গজব মোকাবেলা করার শক্তি কারোর নেই। তবে দো’আর মাধ্যমে আল্লাহর গজব প্রতিহত করা সম্ভব। অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘যারা ইস্তেগফার করে, তারা গজবে ধ্বংস হবেনা’। তাই আমাদের উচিৎ খালিস নিয়তে আল্লাহর কাছে তাওবা করা। চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। যে করোনা ভাইসাসের কারণে আজ বিশ্বের পরাশক্তিরা আতংকিত, বিপর্যস্ত, চোখের পানি দ্বারা সেই ভংয়কর ভাইরাস থেকে বেঁচে থাকা সম্ভব। যে দো’আয় চোখের পানি আসে, সেই দো’আ কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে”। তাই করোনা থেকে রক্ষার জন্য, দলমত নির্বিশেষে, স্থানীয় থেকে জাতীয় ও রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর কাছে ইস্তেগফার ও দো’আ করতে হবে”।
করোনা ভাইরাস থেকে বাঁচার লক্ষ্যে খেলাফত মজলিস আয়োজিত আজকের দো’আ মাহফিলের দো’আ পরিচালনা করেন, মাহফিলের প্রধান অতিথি, খেলাফত মজলিস সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম অফিক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন নোমান, প্রশিক্ষণ সম্পাদক কবি মীম হুসাইন, অর্থ সম্পাদক আবু শাহাজান, অফিস সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলা সেক্রেটারি এমরান আহমদ, সদর ইউনিয়নের প্রচার সম্পাদক রুবেল আহমদ ও সাংবাদিক জাগির হোসেন জাকির প্রমুখ।
দো’আ মাহফিল শেষে করোনা ভাইরাস থেকে গণসচেতনতার লক্ষ্যে সংগঠনের পক্ষ্য থেকে বালাগঞ্জ উপজেলা সদরে লিফলেট বিতরণ করা হয়।