আতংক নয়,সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব; চেয়ারম্যান ফারুক আহমেদ - Shimanterahban24
June 10, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

আতংক নয়,সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব; চেয়ারম্যান ফারুক আহমেদ

1 min read

সীমান্ত ডেস্ক :: গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাম্মদ ফারুক আহমেদ ২৪ মার্চ (মঙ্গলবার) গণমাধ্যমে এক বিবৃতিতে বলেন আতংক নয়, সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। তিনি তার বিবৃতিতে যা বললেন, নিম্নে হুবহু উল্লেখ করা হলো।

আচ্ছালামুআলাইকুম/আদাব
সম্মানিত গোয়াইনঘাট উপজেলাবাসী,
আপনারা নিশ্চয়ই অবগত আছেন করোনা নামক ভাইরাসের কারণে সারা দেশ তথা সমস্ত পৃথিবী আজ হুমকির সম্মুখীন।  ইতোমধ্যে  সরকার সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি, বেসরকারি সকল দপ্তরে সাধারণ ছুটি ঘোষণা করেছেন শুধু মাত্র দেশের জনগণকে  রক্ষা ও সচেতন করার জন্য, তাই আসুন আমরা করোনাভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
১) গোয়াইনঘাট উপজেলায় আগত প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। কেউ বাড়ি থেকে বের হলে,বাজারে ঘুরলে উপজেলা নির্বাহী অফিসারকে জানান এই নম্বরে-০১৭৩০৩৩১০৩৬
২) নিজে সুরক্ষিত থাকুন আপনার পরিবার এবং সমাজকে সুরক্ষিত রাখতে নিজ নিজ ঘরে অবস্থান করুন।
৩) মানবিকতার জায়গা থেকে সবাই এগিয়ে আসতে হবে।করোনার ভয় ইনশাল্লাহ আমরা করতে পারবো জয়।
তাই সরকারের পাশাপাশি সামাজিক সংঘটনগুলোকে জীবানু নাশক স্প্রে, সাবান এবং মাস্ক নিয়ে মাঠে নামার আহবান জানাই।
৪) আমরা বিশ্বাস করি, করোনাভাইরাস থেকে রক্ষা পাবার জন্য একে অপরের পাশে এসে দাঁড়াব, সহযোগিতা ও সচেতন করে তোলায় ভূমিকা রাখব এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারা  বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবো।
৫) হ্যান্ডশেক এবং কোলাকোলি পরিহার করবো, যেসব আচরণে রোগ সংক্রামিত হতে পারে সেগুলো পরিহার করবো।
৬) নিজে ও নিজের চারপাশ পরিস্কার রাখুন এবং যেখানে সেখানে থুথু ফেলা থেকে বিরত থাকুন।
৭) মুসলিমরা ৫ ওয়াক্ত নামায পড়ুন কারণ ৫ ওয়াক্ত নামায পড়লে দৈনিক ৫ বার ওজু করতে হয় তাই করোনা প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার বেনিফিট বেশি পাবেন মুসলিমরা।
অন্যান্য ধর্মপ্রাণ মানুষরাও নিয়মিত হাত, পা ধুয়ে রাখুন কারণ এ বিপদ শুধু আমার বা আপনার নয়, এ বিপদ পুরো জাতির,পুরো পৃথিবীর।
৮) মোবাইল ফোনে নাকি টয়লেট থেকেও বেশি জীবাণু থাকে তাই নিরাপত্তার স্বার্থে আপনার ফোন ও  নিজ প্রয়োজনীয়  গেজেট বা ইলেকট্রনিক্স এন্টিসেপ্টিক লিকুইড দিয়ে মুছে ফেলুন।
৯) বাহির থেকে আসার পর শুধু হাত ধুবেন তা নয়, টাকা গোনা, মানিব্যাগ ধরা, বাহিরের খবরের কাগজ পড়া, কোন পার্সেল বা খাদ্য ডেলিভারী আসলে ধরার পর সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।
১০) ব্যবসায়ীদের অনুরোধ করি, দয়া করে খাদ্য দ্রব্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করবেন না এবং সিন্ডিকেট তৈরী করে বেশি মুনাফা লাভের আশায় অতিরিক্ত দামে পন্য বিক্রয় থেকে বিরত থাকুন।
বিশেষ করে পিয়াজ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতি বিনীত  অনুরোধ করছি।

যারা এসব করেন তাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,যে ব্যক্তি মুসলমানদের অভাব সৃষ্টি করে গুদামজাত করবে আল্লাহ তাকে কুষ্ঠ রোগে এবং দারিদ্র্যে পতিত করবেন (ইবনে মাজাহ,ওমর ইবনুল খাত্তাব রা:)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ৪০ দিন পর্যন্ত খাদ্য গুদামজাত করে রাখবে সমস্ত মাল দান করে দিলেও তার গুনাহ এর কাফফারা হবে না।(রাযীন-আবু উমামা রা:)
তাই সকল ব্যবসায়ী আল্লাহর রাসুল (সা.) এর হাদিস মেনে ব্যবসা করি।
১২)  নিয়মিত হাত ধুতে হবে, জনসমাগম এড়িয়ে থাকতে হবে এবং এক জন থেকে আরেক জন লোকের দুরত্ব কমপক্ষে ৩ ফুট হতে হবে।
১৩) গলাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে জরুরী ভিত্তিতে এ নম্বরগুলোতে যোগাযোগ করুন-০১৭৩০৩২৪৭৫৫, ০১৭৩০৩৩১০৩৬, ০১৭১১১৫৬৬৭০.
১৪) এ মহাবিপদের সময় সবাই ঐক্যবদ্ধভাবে একে অপরকে সহযোগীতা করি ও বিশ্বের সকল মানুষের জন্য সবাই দোয়া করার আহবান জানাই, বিশেষ করে আমার গর্ভধারিনী মা ও সহধর্মীনি এবং ছেলে- মেয়ে পরিবারের সবাই আমেরিকা অবস্থান করছে তাদের জন্য দোয়া করার অনুরোধ করছি।
আল্লাহ সবাইকে হেফাজত করুন- আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.