বাংলাদেশের মন্ত্রীদের আজগুবি কথাবার্তায় ইংল্যান্ডের David Bergman এর অত্যন্ত আক্ষেপময় টুইট - Shimanterahban24
June 10, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

বাংলাদেশের মন্ত্রীদের আজগুবি কথাবার্তায় ইংল্যান্ডের David Bergman এর অত্যন্ত আক্ষেপময় টুইট

1 min read

নিজস্ব প্রতিনিধি।। 

সারা পৃথিবীর ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্রপ্রধানদের চোখে ঘুম নেই। সব ভুলে অবিরাম সংগ্রাম করে চলেছেন তারা। সেখানে করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশের মন্ত্রীদের আজগুবি সব তৈলমর্দিত বেফাঁস কথাবার্তায় ইংল্যান্ডের David Bergman এর অত্যন্ত আক্ষেপময় টুইট!

This is what a Bangladesh minister said! “Coronovirus will not be able to do anything to us as long as Sheikh Hasina is here”

বাংলাদেশের মন্ত্রীরা এমনটাই বলেছিলেন! “শেখ হাসিনা যতক্ষণ আছেন এখানে করোনা ভাইরাস আমাদের কিছুই করতে পারবেন না”

লুন্ঠিত ক্ষমতার স্বাদ আস্বাদন করতে করতে মানুষ যখন দুরন্ত দুর্বার অপ্রতিরোধ্য হয়ে উঠে, তখন তাদের ভাষার ব্যবহার এমনই বেফাঁস বেপরোয়া হয়ে উঠে!

-হে জ্ঞানপাপীর দল!
কোনো মানুষ নয়, একমাত্র আল্লাহ্‌র অসীম দয়া এবং মায়ার করুণা ভিক্ষা ছাড়া আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.