জাতীয় লেখক পরিষদ হাটহাজারী উপজেলার কমিটি গঠন - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

জাতীয় লেখক পরিষদ হাটহাজারী উপজেলার কমিটি গঠন

1 min read

হাটহাজারী প্রতিনিধি।। 

জাতীয় লেখক পরিষদ বাংলাদেশ,
হাটহাজারী উপজেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১৯ মার্চ বৃহস্পতিবার হাটহাজারী জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত জাতীয় লেখক পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কর্মশালয় এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সহসভাপতি মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

এতে জুনাইদ আহমদকে সভাপতি ও মাহমুদ তাশফীনকে সহসভাপতি, ওলীউল্লাহ নোমানীকে সাধারণ সম্পাদক, রাশিদুল ইসলামকে সহসাধারণ সম্পাদক, হাবীব আনওয়ারকে সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল-মুনীরকে সহসাংগঠনিক সম্পাদক, নাসির আরমানকে অর্থ সম্পাদক,শামীম আল-হুসাইনকে প্রচার সম্পাদক এবং খন্দকার ফাহাদকে সহ-প্রচার সম্পাদক করে নয় সদস্যদের কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস ও জাতীয় লেখক পরিষদের উপদেষ্টা মাওলানা আশরাফ আলী নিজামপুরী,কথাসাহিত্যিক, লেখক গবেষক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন,লেখক পরিষদের উপদেষ্টা মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,লেখক গবেষক ও আলোচক মাওলানা রুহুল আমীন সাদী,লেখক পরিষদের সহসভাপতি মাওলানা সৈয়দ শামছুল হুদা,সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল গাফফার,সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী,সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাবাড়ির পরিচালক মাওলানা মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকি ভাই,পরিষদের কেন্দ্রীয় দায়িত্বশীল প্রবচন মিডিয়ার সম্পাদক কাজী হামদুল্লাহ ভাই প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.