ওগো আমার প্রিয় রাসূল
1 min read[কাকলী আক্তার মৌ]
ওগো আমার প্রিয় রাসূল-
দুজাহানের সরদার,
উম্মত সবে মেলেছি হাত
প্রভুর শাহী দরবার।
ওগো আমার প্রিয় রাসূল-
উম্মত সুখে নাই,
প্রভুর আযাব গজব থেকে-
তাইতো মুক্তি চাই।
উম্মতের মায়ায় কাঁদ আজো
নয়নের ঝরে পানি,
উম্মতি উম্মতি করছ তুমি
জানি সবি জানি।
ওগো আমার প্রিয় রাসূল-
প্রভুর বন্ধু তুমি,
তোমার নামের শানেই হবে
গজব মুক্ত ভূমি।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক।