স্বাধীনতার সুর
1 min read[কাকলী আক্তার মৌ]
স্বাধীনতা সুর আন্দোলিত হয়ে বাজে সবার প্রাণে,
ছড়িয়ে পড়েছে সুরভী হয়ে সারা বাংলার পানে।
হাজার বুকের তাজা রক্তে,স্বাধীনতা হয়েছে কিনা-
শিহরণ জাগে মনের মাঝে; বাজে খুশির বীণা।
ধেই ধেই করে নাচে বাংলার; শিশু,বৃদ্ধ সারা-
স্বাধীনতাকামী বীর স্মরণে পুলকিত হয় ধরা।
হাজার প্রাণের বিনিময়ে বাজে; মুক্তি,জয়ের গান,
ভুলার নয় স্বাধীনতাকামী আমজনতার অবদান।
অস্ত্র হাতে যুদ্ধ করে দিয়ে গেছে যারা প্রাণ-
তাঁদের স্মরণে গাই আমরা; স্বাধীনতারই গান।
যত দিন রবে কলকল নদী,বাংলায় বহমান,
স্বাধীনতার গান গাইব সবে; উজারে মন-প্রাণ।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক।
গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ সাহেবের নামে উৎস্বর্গকৃত।