স্বাধীনতার সুর - Shimanterahban24
June 10, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

স্বাধীনতার সুর

1 min read

[কাকলী আক্তার মৌ]

স্বাধীনতা সুর আন্দোলিত হয়ে বাজে সবার প্রাণে,
ছড়িয়ে পড়েছে সুরভী হয়ে সারা বাংলার পানে।

হাজার বুকের তাজা রক্তে,স্বাধীনতা হয়েছে কিনা-
শিহরণ জাগে মনের মাঝে; বাজে খুশির বীণা।

ধেই ধেই করে নাচে বাংলার; শিশু,বৃদ্ধ সারা-
স্বাধীনতাকামী বীর স্মরণে পুলকিত হয় ধরা।

হাজার প্রাণের বিনিময়ে বাজে; মুক্তি,জয়ের গান,
ভুলার নয় স্বাধীনতাকামী আমজনতার অবদান।

অস্ত্র হাতে যুদ্ধ করে দিয়ে গেছে যারা প্রাণ-
তাঁদের স্মরণে গাই আমরা; স্বাধীনতারই গান।

যত দিন রবে কলকল নদী,বাংলায় বহমান,
স্বাধীনতার গান গাইব সবে; উজারে মন-প্রাণ।

লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক। 
গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ সাহেবের নামে উৎস্বর্গকৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.