গোয়াইনঘাটে সন্ধ্যা ৭টা থেকে দোকানপাট বন্ধের ঘোষণা; কাঁচা পণ্য ও ফার্মেসী খোলা থাকবে
1 min readসীমান্ত ডেস্ক :: ২২ মার্চ (রবিবার) গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব গণমাধ্যমে এক বিবৃতিতে বলেন- সন্ধ্যা ৭টা থেকে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল (কাঁচা পণ্য) ও ফার্মেসী ছাড়া সবধরনের দোকানপাট বন্ধ থাকবে। তিনি বিবৃতিতে উল্লেখ করেন, চায়ের দোকানে অযথা আড্ডা দেওয়া, রেস্টুরেন্টে বসে টিভি দেখা, বাজারে অযথা ঘুরাঘুরি সব বন্ধ করতে হবে। জনস্বার্থে এসব নিয়ম মেনে চলতে হবে।
এই মহামারী করোনাভাইরাস থেকে বাঁচতে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে। ছুঁয়াচে রোগগুলো খুব বিপদজনক। বিশেষকরে করোনাভাইরাস সারা বিশ্বব্যাপী এক মহাবিপদ। গোটা বিশ্বকে অচল করে দিয়েছে। এমন রোগ যাকে ধরে, কেউ তার পাশে যায়না। এমন মহামারী করোনাভাইরাস থেকে বাঁচতে আমাদের এই রোলস গুলো সবাই নিজ নিজ দায়িত্বে মেনে নিতে হবে।