খুনিয়া পালং ইউনিয়নে শহীদ মিনার স্থাপনের দাবী
1 min readজাহাঙ্গীর আলম, রামু প্রতিনিধি।।
খুনিয়া পালং ইউনিয়নে পঁচিশটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও নেই কোন শহীদ মিনার। শহীদ দের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মত সেই সুন্দর সুযোগ এখনো খুনিয়া পালং বাসির হয়না বলে দাবি করেন অত্র ইউনিয়নের সংখ্যা গরিষ্ঠ ছাত্র-ছাত্রী ও সচেতন মহল। সাম্প্রতিক খুনিয়া পালং ইউনিয়নের অধিকাংশ ছাত্র ছাত্রী এবং সচেতন মহল, এই দাবি নিয়ে তাদের ব্যক্তিগত ফেইসবক পেজে এই ধরনের দাবি জানায়। দেখা যায় আমান উল্লাহ, আনোয়ার ইসলাম, তৌহিদুল ইসলাম সোহেল সহ আরো অনেকেই এই দাবি জানিয়ে তাদের ফেইসবুকে লিখেছেন।অত্র ইউনিয়নে পঁচিশটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও নেই কোন শহীদ মিনার।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অত্র ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান গুলো তে সাময়িক একটা শহীদ মিনার স্থাপন কারে শহীদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।এমত অবস্থায় ইউনিয়নের প্রতিটি প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন কারা না হলেও।খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের পাশে একটা, কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপনের জোর দাবী জানায়। খুনিয়া পালং ইউনিয়নে একটা কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপন কারা হলে অন্তত অত্র ইউনিয়নের ছাত্র সমাজ থেকে শুরু করে সকল শ্রেণির মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানাতে পারবে বলে আাশা রাখেন।
Tnk