করোনা
1 min read[বিলাল আহমদ রাসেল]
করোনা তুমি এসেছ কেনো?
এই ধরণীর বুকে,
তোমার জন্যে বিশ্ববাসীর
ঘুম গিয়েছে ছুটে,
করোনা তুমি কেড়ে নিয়েছো
সবার সান্তি-সুখ,
তোমার জন্যে বিবর্ণ হয়েছে
বিশ্বের হাসিমুখ,
ভারত-আমেরিকা বৈকট করে
কবে খুলবে জট??
স্কুল কলেজ বন্ধ সব
বন্ধ বেলুড় মঠ,
করোনা তুমি বিদায় হও
নিয়ে সবার যাতনা,
বিলিন হয়ে যাও আকাঁশে
প্রভূর তরে প্রার্থনা।