নবীগঞ্জের দুলাল মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত
1 min readএম.মুজিবুর রহমান
আশাহীদ আলী আশা, হবিগঞ্জ থেকে।।
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া বাজার এলাকায় সিএনজি দূর্ঘটনায় দুলাল মিয়া (৩০) নামের নবীগঞ্জের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার টার দিকে এ দূর্ঘটনাটি ঘটেছে । এলাকাবাসী সূত্রে জানাযায়, নবীগঞ্জের নিকটবর্তী মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজার থেকে সরকার বাজার যাওয়ার পথিমধ্যে লামুয়া বাজার এলাকায় যাওয়া মাত্রই সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ধূমড়ে মুছড়ে যায়। এতে সিএনজির যাত্রী দুলাল মিয়া ঘটনাস্থলে গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। কিন্তু পথিমধ্যে দুলাল মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত দুলাল মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে।
তার মৃত্যুতে পরিবার পরিজন সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্র