চকরিয়ার খুটাখালীর ফান্ডাছড়ি খালে ভাসছে বুনোহাতির মরদেহ: ছড়াচ্ছে দুর্গন্ধ
1 min read
শাহেদ হোসাইন মুবিন, কক্সবাজার প্রতিনিধি।।
চকরিয়ার খুটাখালী বনাঞ্চলের দুর্গম এলাকা ফান্ডাছড়ি ঝিরির পানিতে এক বুনো হাতির মৃত্যু হয়েছে। খবর পেয়ে এ প্রতিবেদক সহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে পৌছে ঘটনার সত্যতা পাওয়া গেছে। কালাপাড়ার শামশুল আলম সহ কয়েকজন ব্যক্তি জানান, ৩ দিন ধরে মরদেহটি পানিতে ভাসলেও বনকর্মীরা ঘটনাস্থলে আসতে দেখা যায় নি।
সরেজমিনে পরিদর্শনকালে জানা যায়, কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধিন খুটাখালী বনবিটের কালাপাড়া গ্রামের ফান্ডার ঝিরির কানাইয়া খোলা নামক ছড়াখালে গত ১৮ মার্চ সকালে কোন এক সময় একটি হাতির মৃত দেহ পানিতে ভাসতে দেখেন কয়েকজন রাখাল। কয়েকজন ভিলেজার বিষয়টি স্থানীয় বনবিট কর্মকর্তা রেজাউল করিম ও রেঞ্জ কর্মকর্তা সাইয়েদ আবু জাকারিয়াকে অবহিত করলেও বিষয়টি এড়িয়ে যান তারা। দুই দিন পর গত ২০ মার্চ হাতির মরদেহ থেকে দুর্গন্ধ ছড়ালে সাংবাদিকদের জানান স্থানীয়রা। খবর পেয়ে এ প্রতিবেদক সহ কয়েকজন সাংবাদিক ২১ মার্চ সকালে ঘটনাস্থলে পৌঁছে স্বচক্ষে প্রত্যক্ষ করে দেখা যায় ঝুপের আড়ালে একটি হাতির মরদেহ পানিতে ভাসছে। কে বা কারা হাতির মরদেহটি পানির ঝুপের মধ্যে লুকিয়ে রেখেছে। বাঁশের ভেলায় চড়ে ছবি তোলতে সক্ষম হই। পরে স্থানীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়াকে মোবাইলে অবহিত করা হলে তিনি জানান, ডুলাহাজারা সাফারী পার্কের দায়ীত্বরত বন্যপ্রাণীর চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। কথামতো তিনি দুপুরে এ প্রতিবেদকদের উপস্থিতিতে ৩/৪ জন সহকর্মি নিয়ে ঘটনাস্থলে পৌঁছলেও সংগে যাননি ভেটেরনারী চিকিৎসক মোস্তাফিজ। পরে তাঁরা নিজেরাই হাতির মরদেহটি দেখেন এবং স্থানীয় কয়েকজন ভিলেজারকে মরদেহটি পুঁতে ফেলার জন্য নির্দেশ দিয়ে স্থান ত্যাগ করেন। এলাকার প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, হাতির ভাসমান মরদেহটি পুঁতে ফেলার কথা থাকলেও প্রয়োজনীয় জনবলের অভাবে মৃত হাতিটি এখনো পানিতে ভাসছে। কয়েকজন কাঠুরিয়া ও রাখাল জানান, পানিতে পঁচন ধরায় সন্ধ্যার দিকে মরদেহ থেকে মারাত্মক দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তারা আরো জানান, মৃত্ হাতির দুর্গন্ধযুক্ত এ পানি ফান্ডাছড়ি ছড়াখাল হয়ে খুটাখালীর নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। এ পঁচা পানি পান ও ব্যবহারের ফলে মারাত্মক রোগব্যাধি ছড়াতে পারে।