করোনার প্রার্থনা - Shimanterahban24
June 8, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

করোনার প্রার্থনা

1 min read

[ইব্রাহিম হোসেন]

বিশ্ববাসী আক্রান্ত করোনার ছলে,
আল্লাহ তুমি এই জগতে কেন গজব দিলে ?

ভুল করেছে বান্দা পাপী ক্ষমার চোখে দেখো,
তোমার গজব তুলে নিয়ে হেফাজতে রাখো ।

আল্লাহ তুমি দয়াশীল মহান করুণাময়,
তোমার দয়ার দ্বারা করো করোনা ব্যাধি নিরাময়।

পাপ-রাশি ক্ষমা করে দাও না পথের দিশা,
সহেনা মনে সহেনা প্রাণে এমন করুণ দশা ।

মৃত্যু হলে দেয় পড়ে মাটির তলে চাপা,
শান্ত করো করোনা তোমার রেগে অনেক ক্ষ্যাপা ।

বিশ্ববাসীর আর্তনাদে আসমান-জমিন কাঁপে,
আর দিও না সাজা তুমি পাপীর কোন পাপে ।

হেদায়েতের পথ দেখিয়ে নাও গো তোমার পথে,
খাঁটি মুমিন বানিয়ে তুমি রাখো তোমার সাথে ।

আঁখি জলে বুক ভিজিয়ে তুলেছি যে দুহাত,
কবুল করো মাওলা তুমি আমার মোনাজাত ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.