ইতালির মিলানে করোনাভাইরাসে এক বাংলাদেশীর মৃত্যু - Shimanterahban24
June 8, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

ইতালির মিলানে করোনাভাইরাসে এক বাংলাদেশীর মৃত্যু

1 min read

ইতালি প্রতিনিধি।। 
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালির মিলানে এক বাংলা‌দে‌শির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৮ চিকিৎসাধীন অবস্থায় মিলানের নিগোয়ারা হাসপাতালে মারা যান মৃত্যু কালে তার বয়স ৫৫ বছর।
জানা গেছে, নোয়াখালী জেলার গোলাম মাওলা নামের ঐ ব্যক্তি দীর্ঘদিন যাবত সর্দিকাশি,ও শ্বাসকষ্ট জণিত কারণে ভূগছিলেন। গত ১৫ দিনে আগে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হোন শেষের দিকে তাঁর দেহে করোনা ভাইরাস শণাক্ত হয়। শুক্রবার রাত ৮ টার সময় মিলানের স্থানীয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। তার পুরো পরিবারকে হোমকোয়ারেন্টাইন রাখা হয়েছে ।
বিস্তারিত পরবর্তীতে যানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.