সিলেটের শিশু সার্জন ডা: নজরুল ইসলাম খান অসুস্থ; দোয়া কামনা
1 min readহেলাল আহমদ:- ডক্টরস সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব,সিলেট মাউন্ট এডোরা হসপিটালের সিনিয়র কনসালটেন্ট,বিশিষ্ট শিশু সার্জন ডাঃ নজরুল ইসলাম খান আজ শুক্রবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে নগরীর মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর আশু রোগ মুক্তির জন্য তাঁর পরিবার এবং সহকর্মীদের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।