মুসল্লিদের করোনা প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানালেন ইমাম
1 min read
মাহফুজার রহমান মাহফুজ।।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহ্ বাজার জামে মসজিদে জুম’আর নামাজ আদায় করতে আসা মুসল্লিদের করোনা প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বয়ান পেশ করেন অত্র মসজিদের ঈমাম হযরত মাওলানা মোঃ আব্দুল হান্নান।
বয়ান কালে তিনি বলেন- করোনা ভাইরাস বর্তমান বিশ্বে মহামারি আকার ধারন করেছে।বিদেশে থাকা কিছু প্রবাসীর মাধ্যমে বাংলাদেশেও এ ভাইরাস প্রবেশ করেছে।করোনা ভাইরাসের বিস্তার রোধে আমাদের প্রত্যেককেই সচেতন থাকতে হবে।আতংক নয়, সচেতনতার মাধ্যমে আমরা পরিস্হিতির মোকাবিলা করবো ইনশা আল্লাহ্।
সরকার করোনা আক্রান্তের ঝুকি মোকাবিলায় তৎপর আছে, আমাদেরও উচিত তথ্য দিয়ে সহযোগিতা করা।আমাদের এলাকায় কোন প্রবাসী আসলে তা প্রসাশনকে জানাবেন।আর প্রবাসীরা সরকারের নির্দেশ মোতাবেক বাড়ীতে অবস্হান করবেন।
সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো ভাবে হাত ধুইয়ে খাবার খাবেন।প্রতিদিন সাবান দিয়ে গোসল করবেন।হাত না ধুইয়ে নাক,চোখ ও মুখে হাত দিবেন না। বাড়ীতে শিশু ও বৃদ্ধদের প্রতি খেয়াল রাখুন।বাড়ীর নারীদের সচেতন থাকার প্রতি নজর দিন,প্রতিবেশীদের সচেতন করুন।কেবল মাত্র সকলের সতর্কতা ও সচেতনতা মাধ্যমে এ মহামারি থেকে মুক্তি লাভ সম্ভব।আল্লাহ আমাদের সকলকে হেফাযত করুন(আমীন)।পরে বাদ নামাজ করোনা ভাইরাস হতে সকলের মুক্তি কামনা করে দোয়া করা হয়।