টাকার কার‌ণে ক‌রোনা মহামারী রূপ নি‌তে যা‌চ্ছে - Shimanterahban24
June 9, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

টাকার কার‌ণে ক‌রোনা মহামারী রূপ নি‌তে যা‌চ্ছে

1 min read

কাকলী আক্তার মৌ।।

বর্তমান সম‌য়ে পৃ‌থিবী‌তে ক‌রোনা নি‌য়ে-
ভী‌তিকর অবস্থা বিরাজ কর‌ছে।
আমরা সবাই মু‌খে মাস্ক ও ক‌রোনা আক্রান্ত রোগীর বিষ‌য়ে আ‌লোচনা কর‌ছি,স‌চেতন কর‌ছি-
কোয়া‌রেন্টাইন,‌হোম কোয়া‌রেন্টাই‌নের দি‌কে নজর দি‌চ্ছি।
কিন্তু টাকার বিষয়টা এ‌ড়ি‌য়ে যা‌চ্ছি।
আপদকালীন প‌রি‌স্থি‌তি যাচাই ক‌রে দে‌খে‌ছি-
ক‌রোনা ভাইরাস ছড়া‌নোর জন্য টাকা অ‌নেকাং‌শে দায়ী।
অথচ এ বিষয়টা আমরা কেউ আম‌লে নি‌চ্ছি না বা খেয়াল কর‌ছি না।
তাই টাকা হা‌তে নি‌য়ে লেন‌দেন ক‌রার পর ভু‌লেও;
কখ‌নো মু‌খে ও না‌কে হাত দি‌বেন না।
য‌দি টাকা‌ গু‌লো ক‌রোনা ভাইরা‌স আক্রান্ত রোগীর হাত থে‌কে এ‌সে থা‌কে-
তাহ‌লে আপ‌নিও সেই ভাইরা‌সে আক্রান্ত হ‌তে পা‌রেন বা হ‌বেন।
তাই,টাকা লেন‌দেন করার পর-
মু‌খে ও না‌কে হাত না দি‌য়ে;
অ‌তি দ্রুত সাবান দি‌য়ে হাত ধু‌য়ে নি‌বেন।
জনস্বা‌র্থে বিষয়‌টি শেয়ার করুন।
আপনার এক‌টি শেয়ার-অন্য‌কে স‌চেতন ক‌রতে-
সাহায্য কর‌বে।
তা‌তে মহামারী এড়া‌নো সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.