জাহেদকে পরিকল্পিতভাবে হত্যা; গ্রেফতার ৩, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি
1 min readআশাহীদ আলী আশা।।
প্রেম এবং পাওনা টাকার কারনেই নির্মমভাবে খুন হন নবীগঞ্জের বহুল আলোচিত পাহাড়পুর গ্রামের জাহেদ হোসেন। ঘটনার ১৪ দিনের মধ্যে হত্যাকান্ডের ক্লু উদঘাটন করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই লুমহর্ষক ঘটনার বর্ণনা করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেল এ এসপি মোঃ পারভেজ আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহারপুর গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে শেরপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জাহেদ হোসেন (২২) গত ০৪ মার্চ ২০২০ ইং বুধবার রাতে শেরপুর থেকে তার দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে মজলিশপুর ও পারকুল পাওয়ার প্লান্টের রাস্তার মধ্যবর্তী স্থানে তার মোটরসাইকেল গতীরোধ করে একদল দুর্বত্ত তাকে খুন করে তার লাশ রাস্তার পাশেই ফেলে রেখে চলে যায় দুর্বত্তরা। ঘটনার খবর পেয়ে পরদিন পুলিশ লাশ উদ্বার করে। এ ঘটনায় নিহতের মা মোছাঃ মনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার মামলা নং ০৫ তারিখ ০৬/০৩/২০২০ইং।
এ ঘটনার পর পুলিশ ঘটনার মুটিভ উদঘাটন করতে মাঠে নামে। এক পর্যায়ে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে জড়িত মুল হুতা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছগাও গ্রামের ধনাই মিয়ার পুত্র সাবেক প্রেমিক মোহাম্মদ আলী রুবেল (২৬) কে তার গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এক পর্যায়ে গ্রেফতারকৃত রুবেলের তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উজিরপুর গ্রামের লাল মিয়ার পুত্র রিপন মিয়া (৩০) ও মৌলভী বাজার জেলা সদরের ঘোড়াখাল গ্রামের জমশেদ মিয়ার পুত্র রনি (২৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে হত্যাকান্ডের মুলহুতা মোহাম্মদ আলী রুবেল গত বৃহস্পতিবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্ধী প্রদান করে। অপর আসামীদের রিমান্ডে নিয়ে এসে মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে। এ সময় এ এসপি পারভেজ আলম চৌধুরী জানান, ধৃত রিপন মিয়ার ফুফাতো বোন জগন্নাথপুর থানার রানীগঞ্জ ইউপির জনৈকা যুবতীর সাথে দীর্ঘদিন ধওে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ধৃত মোহাম্মদ আলী রুবেল এর। এরই মধ্যে ওই যুবতী রিপনদেও বাড়ি বেড়াতে আসলে নিহত জাহেদ হোসেন এর সাথে পরিচয় হয়। এক পর্যায়ে তাদেও মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ফলে ৬ ই মার্চ পারিবারিকভাবে বিবাহের তারিখ নির্ধারনের কথা টিক হয়। এই খবর জানতে পারে সাবেক প্রেমিক হত্যাকারী মোহাম্মদ আলী রুবেল। এর আগে ধৃত রিপন এবং রনির নিকট নিহত জাহেদের পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এই ঘটনাটি রুবেল জানতে পারে ওই ৩ জন মিলে জাহেদ হোসেনকে হত্যা করার পরিকল্পনা করে। স্থানীয় সোর্সেও মাধ্যমে জাহেদ হোসেনের অবস্থা নির্ণয় করে ৪ মার্চ দিবাগত রাতে পরিকল্পিতভাবে জিআই পাইপ দিয়ে জাহেদ হোসেনকে নির্মমভাবে খুন করে পালিয়ে যায়।
নবীগঞ্জে অষ্ট্রেলিয়া প্রবাসীর বাড়ির সামনে
উৎসুক জনতার ভিড় করোনা ভাইরাসের ঘটনাটি গুজব
নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিা \
নবীগঞ্জ শহরতলীর গয়াহরি গ্রামের ধীরেন্দ্র দেবের ছেলে অষ্ট্রেলিয়া প্রবাসী ধনঞ্জয় দেবের বাড়ীতে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী অনুশ্রী দেব (২০) আসাকে কেন্দ্র করে করোনা ভাইরাসের ঘটনাটি সম্পুর্ণ গুজব বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই বাড়িতে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে লোকজনের ভীড় জমে। উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বিষয়টি একটি গুজব বলে তিনি অভিহিত করেন।
জানা যায়, প্রায় এক বছর পূর্বে উপজেলার গয়াহরি গ্রামের ধীরেন্দ্র দেবের ছেলে ধনঞ্জয় দেবের সাথে একই উপজেলার বদরদী গ্রামের রথীন্দ্র দেবের মেয়ে অনুশ্রী দেবের বিয়ে হয়। বিয়ের পর ঐ দম্পতি অষ্ট্রেলিয়ায় ফাড়ি জমায়। গত ১৭ মার্চ তারা দেশে পৌছে ঢাকা হযরত শাহ জালাল বিমান বন্দরে তার স্ত্রীকে শশুড়ের কাছে রেখে স্ত্রী অনুশ্রীর পাসপোর্ট নিয়ে সটকে পড়ে। এ ঘটনার জের ধরে গত ১৯ নভেম্বর বিকালে অনুশ্রী দেব তার স্বামী বাসায় গেলে মূল ফটকে তালা থাকায় বাসার সামনে অবস্থান করে। এতে উৎসুক জনতার ভীড় জমায়। পরে থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি শান্ত হয়। এ ব্যাপারে ধনঞ্জয় দেবের ভাই দীপক দেব জানায়,ধনঞ্জয় দেব ঢাকায় আতœীয় বাসায় রয়েছে। বিষয়টি সমাধানের আশ্বাসে অনুশ্রী দেব তার পিত্রালয়ে ফিরে গেছে। নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান বলেন, করোনার ভাইরাসের গুজব সত্য নয়। বিষয়টি পারিবারিক কলহের জের।