জাফলংয়ে মোবাইল কোর্টের অভিযান; ২৭ হাজার টাকা জরিমানা আদায়
1 min readহযরত আলী :: গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় বাজারে অসাধু ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়ে বিপাকে ফেলছে জনসাধারণকে।
এসব মুনাফাখোরদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শুরু করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবের নেতৃত্বে রাধানগর, জাফলং বাজার, মামার দোকান ও আশাপাশের এলাকায় পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর পরিক্ষা করা হয়। চালান পরীক্ষা করে এসময় উপজেলা নির্বাহী অফিসার দাড়িয়ে থেকে ৪০ টাকা দরে পেয়াজ বিক্রি করান। অভিযানে ৯ জন দোকানদারকে মোট ২৭০০০ টাকা জরিমানা করা হয়। সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। বাজারে অহেতুক ঘোরাঘোরি বন্ধ। চা দোকানে টিভি চালিয়ে অহেতুক আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন.নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।