করোনা! সরকারের নির্দেশনা মেনে সচেতনতা বৃদ্ধি করুন; ভাইস চেয়ারম্যান কয়েছ
1 min read
আবু তালহা তোফায়েল :: গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন করোনা ভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই বরং গণসচেতনতা অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আল্লাহর বিধান পুরোপুরি মানতে হবে। নিয়মিত নামাজ আদায়, তাওবাহ-ইস্তেগফার পাঠ, পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করা খুবই প্রয়োজন। তিনি বলেন করোনা ভাইরাস নিয়ে কোন গুজব ছড়ানোর সুযোগ নেই।
সবাইকে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাষ্ট্রিয় নির্দেশনা মেনে চলতে হবে। তিনি আরও বলেন সমাজ কর্মি হিসাবে গোয়াইনঘাট উপজেলার সর্বসাধারণ ও তৃণমূল জমিয়তের সকল সদস্যকে সচেতনতামূলক কাজ করতে হবে।
সভায় সচেতনতা মূলক বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়।
২০ মার্চ (শুক্রবার) বাদ জুমআ গোয়াইনঘাট উপজেলা সদরে গোয়াইনঘাট ইনভেস্ট ফোরামের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়|
সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী রশিদ আহমদ, সেক্রেটারি হাফিজ জাকির হুসাইন, মাওলানা রফিক আহমদ, আবুল হাসানাত, মুহসিন আহমেদ, আমিরুল ইসলাম, মাসুক আহমদ, আব্দুল আহাদ, তাজ উদ্দিন, আব্দুল্লাহ সালমান প্রমূখ।