করোনা ভাইরাস সংক্রামণ সচেতনতায় লিপলেট বিতরণ
1 min readগালিব।।
করোনা ভাইরাস সংক্রামন রোধে সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে লিপলেট বিতরণ করেছে নবীন প্রতিভা শিল্পী গোষ্ঠী।
শুক্রবার বিকাল ৩টা থেকে,যশোর জেলার মনিরামপুর উপজেলার মুড়াগাছা বাজারে লিপলেট বিতরণ করা হয়।
নবীন প্রতিভা শিল্পী গোষ্ঠীর উদ্দ্যোগে লিপলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন,
মুড়াগাছা এলাকার মেম্বার মানোয়ার হোসাইন।
লেখক,অধ্যাপক শফিয়ার রহমান, হাফেজ ইসরাফিল ও
তরুন লেখক, নাইমুর রহমান সাকিব(খালিদ)
সংঘটনটি রিক্সাচালক, পথচারি, দোকানদার ও সাধারণ জনগনের মধ্যে সচেতনতা মুলক এ লিপলেট বিতরণ করেন এবং করোনাভাইরাস থেকে মুক্ত হতে করনিয় নির্দেশনা সবাইকে মেনে চলার আহবান জানান।
সংঘটনের পক্ষ্য থেকে নাইমুর রহমান সাকিব(খালিদ) বলেন, আগামী দুদিন ফ্রী মাস্ক বিতরণ করা হবে।