করোনার শিক্ষা
1 min read[ইব্রাহিম হোসেন]
আজকে কেন ক্ষমতাশালী
লুকিয়ে থাকো গুহায় ?
পঙ্গপালের মতই এক
কীট পতঙ্গের দোহায় ।
করোনা নাকি আজরাইল
ধাওয়া করে পিছু ,
শহর বাজার ছেড়ে লোকে
মৃত্যু ভয়ে নিচু ।
প্রাণ পেয়েছো খোদার কাছে
ভয়টা কিসের এত ?
নাস্তিকতায় বিশ্বাসী
করোনায় যারা ভীত ।
করোনা কীটের মতই যদি
থাকতো মনে ভীতি,
সৃষ্টিকর্তা আল্লাহ তা’য়ালা
মহান খোদার প্রতি ।
নাস্তিকতায় পারতো নাতো
করতে গ্রাস ঈমান,
সব মানুষই মু’মিন হত
বিদায় নিত বেইমান ।
নয় করোনা কোন ব্যাধি
শিক্ষা দিতে তাই,
আল্লাহ কর্তৃক নাজিল হল
বিশ্ব ভূবনটায় ।
অনেক কিছু শিক্ষা নেওয়ার
আছে করোনায়,
আল্লাহর মহিমা খুঁজে
তার ভেতরে পাই ।