করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের পাশে জৈন্তাপুর ছাত্রকল্যাণ পরিষদ - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের পাশে জৈন্তাপুর ছাত্রকল্যাণ পরিষদ

1 min read

মোঃ আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি সিলেট :: করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ এর পক্ষ থেকে উক্ত সংগঠনের সভাপতি মনির আহমেদ সৈকত-এর নেতৃত্বে উপজেলার ছয় ইউনিয়নে ফ্রি মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরন কর্মসূচি শুরু করেছে। প্রথম দিনে ৪নং দরবস্ত ইউনিয়নের দরবস্ত বাজারে,১নং নিজপাট ইউনিয়নের জৈন্তাপুর বাজারে,৬নং চিকনাগুল ইউনিয়নের চিকনাগুল বাজারে জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক ও লিফলেট বিতরন করেছে।

মনির আহমেদ সৈকত বলেন,জনসাধারণের মাঝে আরও সচেতনতা বৃদ্ধি করে করোনা ভাইরাসকে প্রতিরোধ করার লক্ষ্যে পরিবর্তিতে বাকী তিন ইউনিয়ন ২নং জৈন্তাপুর, ৫নং ফতেপুর ও ৩নং চারিকাটা ইউনিয়নেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.