করোনাভাইরাস প্রতিরোধে আতঙ্ক নয়,চাই সচেতনতা; ছাতকের ঐতিহ্য(The Chhatak’s Heritage)
1 min readএইচ এম জিয়াউর রহমান:- ২০ (মার্চ) শুক্রবার সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে কেন্দ্র করে। “করোনাভাইরাস প্রতিরোধে আতঙ্ক নয়,চাই সচেতনতা”এই মেসেজকে সামনে রেখে শুক্রবার বাদ জুমা ছাতকে পৌরসভার বিভিন্ন স্পটে জনস্বার্থে লিফলেট,মাস্ক বিতরণ সহ সচেতনতা মূলক ব্যানার উত্তোলন করে”ছাতকের ঐতিহ্য(The Chhatak’s Heritage)”নামক একটি ফেইসবুক গ্রুপের সদস্যরা।
তারা মনে করেন আল্লাহ তায়ালার দয়া এবং সকলের সচেতনতায় “করোনাভাইরাস”থেকে রক্ষা পেতে পারে বাংলাদেশর মানুষ।
নোভেল করোনাভাইরাস শ্বাসতন্ত্র রোগ সৃষ্টি করে এমন একটি নতুন ধরনের ভাইরাস(কোভিড-১৯),যা আগে কখনও মানবদেহে পাওয়া যায়নি।করোনাভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায়।হাঁচি,কাশি,কফ,সর্দি,থুতু এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ একজন থেকে আরেকজন ছড়ায়।
করোনাভাইরাস (কোভিড-১৯)এর লক্ষণসমূহ।
লক্ষণের তীব্রতা হালকা অথবা মারাত্মক হতে পারে।
-জ্বর-১০০.৪ ডিগ্রি বা বেশি।
-কাশি-সাধারণত শুকনা কাশি।
-গলাব্যথা।
-শ্বাসকষ্ট।
★করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি★
*বেশী বেশী করে দোয়া,দরুদ,ইস্তেগফার,তাওবা করা এবং গুনাহের কাজ বর্জন করে চলা।
*হাঁচি-কাশি দেওয়ার আগে টিস্যু,রুমাল বা কনুই দিয়ে মুখ ঢাকি এবং পরে সাবান দিয়ে হাত ধুই।
*কিছুক্ষণ পরপর অন্তত ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে দুই হাত সাবান দিয়ে পরিস্কার করি।
*ব্যবহারের পর টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলি।ফেলার পর আবার হাত ধুয়ে ফেলি।
*সামাজিক দূরত্ব বজায় রাখি।জনবহুল স্হান,সভা-সমাভেস এবং সামাজিক অনুষ্ঠান পরিহার করি।
*চোখ,নাক ও মুখ হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকি।
*নিজের জ্বর,কাশি ও শ্বাসকষ্ট থাকলে সুস্হ ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকি।
*বিদেশ থেকে ফিরলে ১৪ দিন। বাড়িতে কোয়ারাইন্টাইনে(সবার থেকে আলাদা)থাকি।
জনস্বার্থে:
ছাতকের ঐতিহ্য(The Chhatak’s Heritage)