করোনাভাইরাস নিয়ে সিলেটের আলেম-উলামার সাথে ডক্টরস সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত - Shimanterahban24
June 10, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

করোনাভাইরাস নিয়ে সিলেটের আলেম-উলামার সাথে ডক্টরস সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 min read

নিজস্ব প্রতিনিধি, সিলেট।। 

করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে দেশ, জাতি ও মানবতাকে রক্ষার জন্য করণীয় বিষয়ে সিলেটের শীর্ষস্থানীয় আলেম-উলামার সাথে মতবিনিময় করেছে ডক্টর সোসাইটি অব বাংলাদেশ, সিলেট। আজ ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার নগরীর ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি ডা. শাহীদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কে এম আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব ডা: নজরুল ইসলাম খান। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে কি-নোট উপস্থাপন করেন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (শিশু) ডা. আখলাক আহমদ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. খলিলুর রহমান পাপ্পু।
আলোচনায় করোনাভাইরাস প্রতিরোধে মসজিদে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি একাধিক করণীয় বিষয় মেনে চলার আহবান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, মসজিদের মেঝেতে বিছানো কার্পেট ও অন্যান্য কাপড়সমূহ তুলে ফেলা, দৈনিক কমপক্ষে একবার জীবাণুনাশক পাউডার দিয়ে মেঝে ধৌত করা, ওজুখানায় কাপড় কাঁচার সাবান ছোট ছোট টুকরো করে সরবরাহ করা। এছাড়া, মুসল্লিদের জন্য কতিপয় নির্দেশনাও প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ওজুর আগে কমপক্ষে ২০ সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধৌত করা, বাসায় ওজু করে মসজিদে যাওয়ার চেষ্টা করা এবং সর্দি-কাশিতে আক্রান্ত হলে মসজিদে না গিয়ে বাসায় নামাজ আদায় করা।
মতবিনিময় সভায় মসজিদের ইমামদের উদ্দেশ্যে খুতবায় করোনা ভাইরাস থেকে রক্ষায় করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করার তাগিদও দেয়া হয়েছে। এছাড়া, জনসাধারণকে জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি বেশি বেশি তওবা এস্তেগফার করার পরামর্শ দিতেও বলা হয়েছে।
মতবিনিময় সভায় আলোচনা করেন- জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলার মুহতামিম ও খেলাফত মজলিসের নায়েবে আমির হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির
মাওলানা রেজাউল করীম জালালী,
জমিয়তে উলেমায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুল রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম (ওয়াক্কাস) মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা সামিউর রহমান মুসা, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান সিদ্দিকী, জালালাবাদ ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, ঝেরঝেরিপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা হারুনুর রশীদ আল আজাদ, জামিয়া আমিনিয়া সিলেটের প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, ঝেরঝেরি পাড়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা শামসুদ্দীন মু. ইলয়াস, খেলাফত মজলিসের সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক কে এম আব্দুল্লাহ আল মামুন, খেলাফত মজলিসের সিলেট জেলা সেক্রেটারি মাওলানা নেহাল আহমদ, সহসেক্রেটারি মাওলানা মখলিছুর রহমান, লেখক-কলামিস্ট সৈয়দ মবনু, দারুল আজহার মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলা, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন, আনজুমানে তালিমুল কোরান মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা নিয়াজুর রহমান নিজাম, জামেয়া সিদ্দিকিয়ার মাওলানা মনসুর আহমদ, শ্রমিক মজলিসের খান কামরুজ্জামান, হোসাইন আহমদ, মুয়াজ্জিন কল্যাণ সমিতির মাওলানা জুবায়ের আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.