তাওয়াফ কর বেশি বেশি
1 min read[কাকলী আক্তার মৌ]
বিশ্ব এখন থর থরে কাঁপে-
করোনা বিষে ডলে,
প্রিয় রাসূলের রওজার দ্বোর
এখনি দাও খুলে।
আল্লাহ চাইলে করোনা বিষের
পতন ঠিকই হবে,
প্রিয় রাসূলের নামের খাতিরে
হাসি ফুঁটবে ভবে।
তাইতো বলি রওজার দ্বোর-
এখনি দাও খুলে,
প্রতিহিংসার নীলাভ বিষ;
এখনি যাও ভুলে।
কাবা ঘরে তাওয়াফ করো
আগের চেয়ে বেশি,
প্রার্থনায় বসে কান্নায় ফেল-
অশ্রু রাশি রাশি।
প্রিয় রাসূলের রওজার দ্বোর
এখনি দাও খুলে,
প্রভুর রহমতে,নূরের ছোয়ায়
বিশ্ব উঠবে দুলে।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক