ছাত্র জমিয়ত সিলেট মহানগর ১৬,১৭নং ওয়ার্ডের বিদায়ী ছাত্র সংবর্ধনা,আলোচলা ও দোয়া অনুষ্ঠিত
1 min readনিজস্ব প্রতিনিধি :: ১৭মার্চ জমিয়তের অস্থায়ী কার্যালয়ে তোফায়েল আহমদ সোবহানীর পরিচালনায় ও আজিজুল ইসলাম খাঁনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট মহানগর ১৬ ও ১৭ নং ওয়ার্ডের দাওরায়ে হাদিস(মাষ্টার্স) সমমাননা কারী ছাত্রদের সম্মানে বিদায়ী সংবর্ধনা ও আলোচলা সভা,এবং বর্তমান বিশ্বের পরিস্থিতি নিয়ে,বিশেষ ভাবে করোনাভাইরাস নামক গজব থেকে আল্লাহ যেন বিশ্ব মুসলিম উম্মাহ কে হেফাজতে রাখেন, এ নিয়ে দোয়াও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামি সংগিত পরিবেশন করেন ১৬ নং ওয়ার্ডের দায়িত্বশীল জাকওয়ান মোহাম্মদ সালেহ।
সংবর্ধিত হন দাওরায়ে হাদিস(মাষ্টার্স) সমমাননা কারী ও ছাত্র জমিয়ত সিলেট মহানগর ১৬ নং ওয়ার্ডের সভাপতি: হাফিজ মাওঃ রেজওয়ান আহমদ, সহ-সভাপতি: মাওঃ নাজিম উদ্দিন,
সহ-সভাপতি: মাওঃ আবুল হাসানাত,
সহ-সভাপতি: হা: মাওঃ সাইম আহমদ,
সহ-সভাপতি: মাওঃ আব্দুল ওয়াহিদ,
সাহিত্য বিষয়ক সম্পাদক: হা: মাওঃ মাওহুবুর রহমান মিসবাহ,
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
হা: মাওঃ আহমদ ফয়সল।
উপস্থিত ছিলেন ১৬ ও ১৭ নং ওয়ার্ডের দায়িত্বশীল তারেক আহমদ,শিব্বির আহমদ, নাজমুল ইসলাম, তোফায়েল আহমদ, মাহমুদুল হাসান মারওয়ান, আল আমিন বিন জমির,আব্দুল্লাহ, নাইম উদ্দিন, মাসুম আহমদ, মাহবুব আহমদ, মুখতার আহমদ আব্দুল হাফিজ, আমির হোসাইন, মুকাররিম আহমদ, সালেহ আহমদ, আজমল আহমদ, নাদিম আহমদ, জাকারিয়া সহ প্রমুখ সদস্য বৃন্দ।