গজবে বিশ্ব কাপে
1 min read[কাকলী আক্তার মৌ]
মজলুমের রক্ত চাপে-
খড় তাপে বিশ্ব কাঁপে।
হাহাকারে,কষ্ট শাপে,
কাফিরের কলজে কাঁপে।
এতদিন শক্তি দাপে-
ভরেছিস,বিশ্ব পাপে।
ঘড়া তোর পূর্ণ হলো-
শাপিতে,রক্তে কালো।
ভরেছে কাফির,পাপে;
গজবে বিশ্ব কাঁপে।
থম থমে,থমকে গেছে-
গজব তাই,লেগেছে পাছে।
পালিয়ে যাবি যেথা?
পাকড়াবে গিয়ে সেথা।
বাঁচার আর রাস্তা নাহি-
ফরিয়াদ করছি “শাহী”
ক্ষমা চাই,আরো দয়া-
ঢেলে দাও তোমার মায়া।
মুক্ত কর পাপের পাহাড়,
ভরে দাও শান্তি,বাহার।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক