করোনা ভাইরাস নিয়ন্ত্রনে রাষ্ট্রিয় নির্দেশনা মেনে চলুন
1 min read[আলহাজ্ব জুবায়ের আল মাহমুদ]
সুরমাভিউ : প্রতিজ্ঞা বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব জুবায়ের আল মাহমুদ বলেন করোনা ভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই বরং গণসচেতনতা অত্যন্ত প্রয়োজন|তিনি বলেন,আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আল্লাহর বিধান পুরাপুরি মানতে হবে|নিয়মিত নামাজ আদায়, তাওবাহ-ইস্তেগফার পাঠ,পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করা খুবই প্রয়োজন|তিনি বলেন করোনা ভাইরাস নিয়ে কোন গুজব ছড়ানোর সুযোগ নেই|
সবাইকে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে রাষ্ট্রিয় নির্দেশনা মেনে চলতে হবে। তিনি আরও বলেন সমাজ কর্মি হিসাবে প্রতিজ্ঞা বাংলাদেশর সকল সদস্যকে সচেতনতা মূলক কাজ করতে হবে।
সভায় সচেতনতা মূলক বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়।
গতকাল রাতে প্রতিজ্ঞা বাংলাদেশ”এর এক সাধারণ সভা ১৯ই মার্চ জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়|
সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন প্রতিজ্ঞা বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব জুবায়ের আল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি আদনান শাহ, কর্মপরিষদ সদস্য সাংবাদিক এমদাদুল হক সোহাগ,রুহুল আমিন চৌধুরী, ক্বারি শহিদ আহমদ, সৈয়দ উবায়দুর রহমান, জুনেদ আহমদ, এস মাসুম, সদিক আহমদ, প্রমূখ।