জগন্নাথপুর গোতগঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১ মাস ধরে কমিটি না হওয়ার অভিযোগ
1 min readআশাহীদ আলী আশা।।
সংবাদদাতাঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গোতগঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ প্রায় ১১ মাস পূর্বে অতিবাহিত হলেও এখনো কমিটি হচ্ছনা। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েছেন অভিভাবকরা।
অভিযোগে উল্লেখ রা হয়,বিগত ১৬ সালের ৪ মে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির মেয়াদ শেষ হয় গত ১৯ সালের ৫মে। ১১ মাস ধরে কমিটির মেয়াদ শেষ হলেও কমিটি গঠনের ব্যাপারে কোন উদ্যোগ গ্রহন করছেননা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রনথী রায়।
অভিবাবক সদস্যরা বারবার প্রধান শিক্ষিকা প্রনথী রায়কে কমটি গঠনে উদ্যোগ নেয়ার আহবান জানালেও তিনি রহশ্যজনক কারনে উদ্যোগ গ্রহন করছেননা। অভিযোগকারী অভিভাবক সদস্যরা এডহক কমিটি গঠনের দাবি জানান।
Corona virus e dhorece head teacher k.