করোনাভাইরাস নিয়ে মুফাক্কিরে ইসলাম শায়খ জিয়া উদ্দীন যা বললেন
1 min read
বিয়ানীবাজার প্রতিনিধি।।
(সারসংক্ষেপ হলো)
হযরত বলেন—আমাদের গোনাহগুলো যে কি পরিমাণ বৃদ্ধি
পেয়েছে এবং আমাদের গোনাহের কারণে আল্লাহ তা’আলা
যে কতটুকু নারাজ হয়েছেন তা বিশ্বের দিকে তাকালে স্পষ্ট
বুঝা যায়। বিশ্বের মানুষজন আজ দিশেহারা। অনেক মানুষ বাঁচার জন্য
আকুতি-মিনতি করছেন।
বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানীগুণী-গবেষকরা হাজারো চেষ্টা-সাধনা
করেও এই ভাইরাস থেকে বাঁচার কোনো প্রকার রাস্তা খুঁজে
পাচ্ছে না। নিরাময়ের জন্য ঔষধ আবিষ্কৃত করতে পারছে না।
এগুলো নিয়ে ফিকির করা প্রয়োজন।
,,
হযরত এগুলো থেকে বেঁচে থাকার পাথেয় হিসাবে বলেন—
সর্বপ্রকার গোনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমাদের
গোনাহ’র উপর লজ্জিত হয়ে খালিস অন্তরে বেশি বেশি তাওবা-
ইস্তেগফার এবং দোআ-দরুদ করতে হবে। নামাজের গুরুত্ব
দিতে হবে। সেইসাথে পরিষ্কার-পরিচ্ছন্নও থাকতেও হযরত
গুরুত্বারোপ করেন।
,,
পরিশেষে হযরত অশ্রুসিক্ত নয়নে আবেগভরা কন্ঠে
আমাদের এবং বিশ্ববাসীর জন্য দোআ করেন। আল্লাহ
হযরতকে নেক হায়াত দান করুন। আমাদের মাফ করুন। আমাদের
গোনাহের কারণে বালামুসিবত দিয়ে ধ্বংস না করুন। বিশ্বে শান্তির
ফয়সালা করে দিন।