শত বর্ষ মুজিবী শ্রদ্ধা - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

শত বর্ষ মুজিবী শ্রদ্ধা

1 min read

[ইব্রাহিম হোসেন]

মহান নেতা, শ্রেষ্ঠ নেতা শেখ মুজিবর
বাংলাদেশের শ্রেষ্ঠ জনক,
তাঁর স্বরণে বর্ষ বরণে লক্ষ জনে
করি হরষে পুষ্প স্তবক ।

অন্তরে গভীর শ্রদ্ধায় করি শ্রদ্ধা নিবেদন
শেখ মুজিব! তুমি তো অসাধারণ ,
তোমার তরে আকাশ কাঁদে বাতাস কাঁদে
আরো কাঁদে দেশের জনগণ ।

তুমি জন্মেছিলে তাই পেয়েছি মোরা
সুন্দর একটা স্বাধীন দেশ ,
তোমার গুণগান, তোমার কীর্তি -যশ
তোমার অবদানের নেই কোন শেষ।

ঊনিশ শত একাত্তরে ধরেছিলে হালবিহীন নৌকার যষ্টি ,
আজও শক্ত করে ধরে রেখেছি মোরা
সেই যষ্টি শক্ত করে ধরে মুষ্টি ।

মুজিব! তুমি আসবেনা আর কখনোই ফিরে
এ কথা সকলের জানা ,
তবে তোমার শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি নিবেদনে ,
নেই তো কারো কোন মানা।

অশ্রু-সিক্ত ক্ষত-বিক্ষত হৃদয়ে তোমায় সমাধিস্থ কবরে
এসেছি মোরা তোমারই শ্রদ্ধা নিবেদনে ,
শত বর্ষ, মুজিব বর্ষ, হর্ষ বর্ষ শতাব্দী পূর্তি
চির অমর চিরঞ্জীব তোমারই স্বরণে ।

মুজিব বর্ষ, শত বর্ষ পূর্তি উপলক্ষে মহান নেতা, বাংলাদেশের বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ জনক শেখ মুজিবর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন – ইব্রাহিম হোসেন, রাজশাহী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.