যুব জমিয়ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান
1 min readমুস্তাক রুমেন :: দক্ষিন সুনামগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম বাহার এর সভাপতিত্বে, সেক্রেটারি গাজী আবুল কালাম এর সঞ্চালনায় নির্বাহী সদস্য হাফিজ আজির উদ্দিন এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শান্তিগঞ্জ বাজারে শপথ অনুষ্টান শুরু হয়।
শপথ পাঠ করান সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল হাই। বক্তব্য রাখেন জেলা জমিয়ত এর সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী,প্রবীণ জমিয়ত নেতা মাওলানা শায়খ আব্দুর রহিম, প্রবাসী জমিয়ত নেতা মাওলানা শামছুদ্দিন,সৌদি জমিয়ত এর প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ, জমিয়ত নেতা হাফিজ জিয়া উদ্দিন,জমিয়ত নেতা মাওলানা মারিফত উল্লাহ।
উপস্থিত ছিলেন,সিনিয়র সহ সভাপতি মাও: সালিক আহমদ,প্রচার সম্পাদক মাও: সাদিকুর রহমান সাদিক,আব্দুল্লাহ নোমান প্রমূখ।
শপথ বাক্য পাঠ শেষে সভাপতি মাওঃ সিরাজুল ইসলাম বাহার সীমান্তের আহ্বান কে বলেন:আকাবির ও আসলাফের রেখে যাওয়া আমানত জমিয়তের কাজ কে বেগবান করতে পারি এবং আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে তা যেন পুরোপুরি আমানতের সহিত পালন করতে পারি এজন্য সকলের কাছে সহযোগীতা ও দোয়া চাই।