জগন্নাথপুরে অস্ত্র মামলা; দিরাই রাজনগরে পুলিশের অভিযান
1 min readনিজস্ব প্রতিনিধি।। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গত ৬ মার্চ থানার এসআই অনিক চন্দ্র দেব, এসআই রাজিব রহমান, এএসআই শিবলু মজুমদার সহ পুলিশের একটি টিম উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বন্দুক ও ৩ রাউন্ড গুলিসহ কবির মিয়া ও আমির উদ্দিনকে গ্রেফতার করেন।
আটকের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর ও শাহিনুরকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের ২ দিন পর ৮ মার্চ রোববার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এস আই আফছার আহমদ।
এস আই আফসার প্রতিবেদককে বলেন গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের সাথে জড়িত আরো অনেকেই আছেন বলে শিকার করেছে, এদের মধ্যে অন্যতম পার্শ্ববর্তী এলাকা দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনগর(হালেয়া) গ্রামের আব্দুল হকের ছেলে এনামুল হক এনাম,মজমিল মিয়ার ছেলে তোফায়েল আহমদ, একই গ্রামের শাহিন মিয়া ও লেবু মিয়ার সহ আরও অজ্ঞাত অনেকেই আছেন।
তাদের গ্রেফতার ও তদন্তের জন্য আমরা দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনগর গ্রামের একজন সাব্যস্ত যুবকের সহযোগিতায় সব আসামীর বাড়িতে তল্লাশী চালিয়েছি।আমরা খুব দ্রুত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।
এ ব্যাপারে রাজনগর গ্রামের(নাম প্রকাশ করার না শর্তে) বিশিষ্ট মুরুব্বি বলেন জগন্নাথপুর থানা পুলিশ এর সাথে আমাদের এলাকার এক যুবক সাথে থাকায় আমরা আতংকে আছি,অজ্ঞাত আসামি হিসেবে এলাকার নিরপরাধ মানুষকে জড়ানো হয় কিনা?
তিনি বলেন জগ্ননাথপুর থানা পুলিশ এর কাছে আমরা দাবি জানাচ্ছি আমাদের গ্রামের কিছু অস্ত্র মামলার আসামি আছে যারা অতীতে এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করেছে, তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য।এবং কোন নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এ ব্যাপারে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করছি।