সড়ক দূর্ঘটনায় আহত মাদরাসা ছাত্রদের দেখতে হসপিটালে জমিয়ত নেতৃবৃন্দ
1 min readনিজস্ব প্রতিনিধি, ঢাকা :: ভয়াবহ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন তেজগাঁও বেগুনবাড়ি মাদ্রাসার ছাত্রদের দেখতে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে গিয়েছিলেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল।
আজ (১৬ মার্চ) সোমবার সন্ধ্যায় ৬টার পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক’র নেতৃত্বে জমিয়তের প্রতিনিধি দলটি আহত চিকিৎসাধীন ছাত্রদের শিয়রে কিছু কাটিয়ে তাদেরকে শান্ত্বনা দেন এবং সার্বক্ষণিক দোয়া ও যে কোন সহযোগিতায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিপদগ্রস্ত এসব ছাত্রের মনে সাহস যোগান।
জমিয়ত প্রতিনিধি দলের নেতৃবৃন্দ এ সময় আহত ছাত্রদের শারীরিক অবস্থার খবর নেন এবং ডাক্তারদের সাথে কথা বলে যত্নের সাথে যথাযথ নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য অনুরোধ করেন। জমিয়ত নেতৃবৃন্দকে পাশে দেখে আহত ছাত্র ও তাদের পরিবারের সদস্যরা এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং এই বিপদের সময়ে পাশে এসে সাহস যোগানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিনিধি দলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র যুগ্মমহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, সহকারি মহাসচিব মাওলানা সানাউল্লাহ মাহমুদী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।
উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ী জামিয়া ইসলামিয়া (দাওরা হাদীস) মাদরাসার ছাত্র ও শিক্ষকদের একটি বহর নাটোরে শিক্ষা সফরে গিয়েছিলেন। সেখান থেকে রিজার্ভ বাস যোগে ফেরার পথে গত ১৪ মার্চ শনিবার দিবাগত রাত আনুমানিক দু’টায় সিরাজগঞ্জের নলকা নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিকার হন। এতে ঘটনাস্থলেই দু’জন ছাত্র নিহত হন। অপরজন হাসপাতালে নেয়ার পর ইন্তেকাল করেন। এছাড়াও আশংকাজনক অবস্থায় ৮ জন এবং গুরতর আহত আরো ৩৮জন শিক্ষার্থীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।