সিলেটে মুজিব বর্ষ উপলক্ষে বিচার বিভাগের বিভিন্ন কর্মসূচীর আলোচনা সভা অনুষ্ঠিত
1 min readফয়ছল কাদির, সিলেট জেলা প্রতিনিধি:- হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ ২০২০) উপলক্ষে সিলেট বিচার বিভাগ বছরব্যাপী কর্মসূচী গ্রহন করেছে। ১৭ মার্চ ২০২০ ইং মুজিব বর্ষ উপলক্ষে বিচার বিভাগ ভিন্ন কর্মসূচি পালন করবে। উক্ত কর্মসূচি পালন করবেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: বজলুর রহমান। বছরব্যাপী কর্মসূচী অংশ হিসেবে আদালত অঙ্গনে পরিস্কার পরিচন্নতা অভিযান এবং আদালত ভবন সমূহ রং করার কাজ ইতি মধ্যে শুরু হয়। বঙ্গবন্ধুর বিভিন্ন বাণী সংবলিত ফেস্টুন টাংগানো হয়েছে।
মুজিব বর্ষ উদযাপনের সমন্বয় সভা মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে ১৬ মার্চ সকাল ৯:০০ ঘটিকা থেকে ৯:৩০ ঘটিকা পর্যন্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। উক্ত সভায় উস্তিত ছিলেন জননিরাপত্তা বিজ্ঞকারি অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ শরীফ উদ্দিন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবির, বিভাগীয় বিশেষ জজ মোঃ মোয়াজ্জেম হোসেন, জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল ইসলাম, চীফ মেট্রোপুলটন ম্যাজিস্ট্রেট মোঃ আবুল কাশেম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিন, সাধারন সম্পাদক ফজলুল হক সেলিম, জিপি এড. মো: রাজ উদ্দিন, পিপি এডভোকেট মো: নিজাম উদ্দিন, মহানগর পিপি নওশাদ আহমদ চৌধুরী, গণপূর্ত বিভাগ সিলেটের প্রকৌশলীবৃন্দ সহ সিলেট বিচার বিবাগের সকল পর্যায়ের বিচারকবৃন্দ।
বছরব্যাপী কি কর্মসূচি গ্রহন করা হয়েছে জানতে চাইলে যুগ্ম জেলা দায়রা জজ মোঃ মাসুদ পারভেজ জানান, বছরব্যাপী ডরিস্কার পরিছন্নতা অভিযান চলছে এবং চলবে। আদালত অঙ্গনের বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর মাতৃদুগ্ধপান কর্নার এবং নারীদের জন্য নামাজ কক্ষ উদ্বোধন করা হবে। চফি জ্যুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হবে এবং আলোচনা অনুষ্টান ও দোয়া অনুষ্টিত হবে। এসকল কমৃসূচি সহযোগিতা করছেন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা সরকারী কৌশলীগন, গণপূর্ত বিভাগ, ব্লাস্ট এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ। ১৭ মার্চ ২০২০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা এবং ঔই দিনের কর্মসূচি সফল করার জন্য আহবান জানিয়ে সভায় সমাপ্তি ঘোষনা করেন মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিম।