সিলেটে বাণিজ্য মেলায় লোকসমাগম; করোনাভাইরাস ছড়িয়ে পড়লে দায় কার?
1 min read[হুমায়ুন আহমেদ মাসুক]
একেতো সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা এবং স্থানীয় পত্রিকা মারফত আমরা সাধারণরা জানতে পারলাম ইতিমধ্যেই সিলেটে তিন জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে ও আরো অনেকেই হোম কোয়ারান্টাইনে আছে।
ইতিমধ্যেই প্রশাসন বরিশালে মেলা বন্ধ করেছেন।
সরকার যেখানে ধর্মীয় উপাসনালয় ও প্রতিষ্ঠানে সমেবেত হওয়া থেকে জনগন কে নিরুৎসাহিত করছে…
এমতাবস্থায় মেলার মত যেখানে অজস্র মানুষের সমাগম ঘটে, কিভাবে এই মেলা চলতে পারে ?
সিলেট প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই কঠিন পরিস্থিতিতে জনস্বার্থে এখনই এই মেলাগুলো বন্ধ করা হোক।সিলেট সহ দেশের যেখানে যেখানে বানিজ্য মেলা চলছে…
জনস্বার্থে এই মেলাগুলো এখনই বন্ধ করা হোক।
কারন এই মেলাগুলো চায়না পণ্যে সয়লাভ থাকে,
এগুলা থেকে মহামারী করোনা ভাইরাস ছড়ানোর সমূহ সম্ভাবনা রয়েছে।
এখন যদি লোক সমাগমের কারনে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে এ দায়ভার কে নিবেন?
লেখকঃ হুমায়ুন আহমেদ মাসুক, চেয়ারম্যান – সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজ, সিলেট।