মুজিব শতবার্ষিকী
1 min read[ইব্রাহিম হোসেন]
আজ শতবর্ষ পূ্র্তি বাংলার ঘরে ঘরে মুজিবী সুবাস
কতই না ভালো লাগে মনে বাড়ে আনন্দ উল্লাস ;
হে মুজিব! বেঁচে থাকতে যদি ভবে, আরো আনন্দে মুখরিত হত এই বাংলার আকাশ।
আনন্দ ক্ষণে আজ বিষাদও মনে
আনন্দিত পলকে ফেলি আঁখি জল,
রাত ভোর না হতে, প্রাণ কেড়ে নিল যে
রক্ত বন্যার ধারায় দেশ হল অতল ।
ভুলতে পারি নাই, কভু নাহি ভোলা যায়
হে বঙ্গবন্ধু! শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা ,
প্রাণ বিসর্জনে দেশের কল্যাণে নিলে বিদায়
গড়ছে এদেশ তোমারই সুকন্যা দেশের মাতা।
রেখে গেলে অবদান দেশে চির অম্লান
তোমারই অনুপ্রেরণায় দেশ আগুয়ান ,
কি পেয়েছে তারা তোমায় হত্যার দ্বারা ?
নির্মূল আজ শত্রুর সাজ দেশদ্রোহী বেইমান।
মুছে দিতে পারেনি হানাদার বাহিনী
মুজিব পরিচয় জাতীয় পতাকা ,
আনাচে কানাচে আকাশে বাতাসে
একই শ্লোগান অমর জাতীর পিতা ।
গভীর শোকে আজ শোকাহত মোরা
তবুও আঁখি জলে আনন্দে উল্লাসিত মন,
মুজিব শত বার্ষিকীতে বিনয় বিনম্র শ্রদ্ধায়
অশ্রুসিক্ত আঁখিদ্বয়ে জাতী করছে স্বরণ ।
মুজিব শত বার্ষিকীতে জানাই প্রাণ ঢালা প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন,
মুছে ফেল আঁখি জল ওহে তরুণ দল করোনা ক্রন্দন ।
সোনার বাংলাতে আছে সারি সারি গাঁথা
মুজিব তোমার হাজার অবদান ,
তোমার তরে হে মুজিব! আজও লাখো বাঙ্গালী লক্ষ জনতার নিবেদিত প্রাণ ।
মুজিব শত বার্ষিকী উপলক্ষে বিনয়, বিনম্র, শ্রদ্ধা নিবেদন – ইব্রাহিম হোসেন, রাহশাহী।