মুজিব বর্ষ ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ সদস্য
1 min readমাহফুজার রহমান মাহফুজ, কুড়িগ্রাম সংবাদদাতা:- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও বর্তমানে কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন ফুলবাড়ী উপজেলা বাসীকে মুজিব বর্ষ ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ছেন।
আজ সোমবার তিনি এ প্রতিবেদককে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার মাসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও উপজেলা আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও উপজেলা বাসীর প্রতি শুভেচ্ছা রইল। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না,বঙ্গবন্ধুর জন্ম না হলে মুক্তিযুদ্ধ হত না,বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না,বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা লাল সবুজের পতাকা পেতাম না।বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু,বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক । আমি বঙ্গবন্ধুকে আমার আদর্শের পিতা হিসেবে মানি।যতদিন বাঁচবো বঙ্গবন্ধুর আদর্শে বাঁচবো।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্যকণ্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর সুদৃঢ় নেতৃত্বের কারনে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।আসুন আমরা জাতির পিতার আদর্শ মেনে শেখ হাসিনার নেতৃত্বে সকলেঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা বাস্তবায়নে অংশীদার হই।জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।