“প্রবাসীরা দেশে এলে নবাবজাদা হয়ে যান” (জবাবে আনিসুর রহমান)
1 min read“প্রবাসীরা দেশে এলে নবাবজাদা হয়ে যান” পররাষ্ট্রমন্ত্রীর সেই কথার জবাবে প্রবাসী কবি আনিসুর রহমান-এর নিম্নের এই গুচ্ছছড়া।
১
প্রবাসীদের প্রতি ক্যানরে
মনে এতো জ্বালা,
কে বানাইছে মন্ত্রী তোরে
দিলটা কেন কালা।
গদিত বসে দাপট দেখাস
মুখে দিসনি তালা,
কার টাকাতে ফুটানি এই
করিসরে তুই শালা।
হুষ রেখে তুই কথা বলিস
পারিস যদি বালা,
নইলে কিন্তু তোর গলাতে
ঝুলবে জুতার মালা।
প্রবাসীরা সাজলে নবাব
তোর ওঠে ক্যান জ্বালা,
এত্তো বড় সাহস কোথায়
পেয়েছিস তুই শালা।
২
প্রবাসীরা দেশের সম্মান
করেনি কেউ ক্ষুন্য’ত
রেমিটেন্সের টাকায় বরং
দেশকে করছে উন্নত।
তোদের মতো ভন্ডরা সব
করিস যতোই ফুটানি,
তাদের টাকা ছাড়া তোরা
পারবে হতে মোটানি?
পরিবার ও দেশের জন্য
থাকে তারা পরবাস,
তাদের টাকায় খুবই সুখে
তোরা করিস ঘরবাস।
প্রবাসীদের কষ্টের জীবন
সবার সুখের জন্য যে,
তোরা কেনো বানাস বৃথা
ওদের সস্তা পণ্য যে।
৩
প্রবাসীরা দেশে আসলেই
সাজলে কি দোষ নবাব,
তোদের মতো রক্তচুষবার
নেয়তো তাদের স্বভাব।
খায় না তারা রাক্ষস হয়ে
লুটেলুটে দেশটা,
দেশের সুনাম বয়েআনাই
প্রবাসীদের চেষ্টা।
তোদের মতো মন্ত্রীরা সব
দাপট দেখাস খুব-ই,
প্রবাসীদের টাকা খাইতে
তোরাই বেশি লোভী।
সত্যিকারে তোরাই হলে
দেশটা ধংশের মূলে,
প্রবাসীদের অবদান তাই
যাচ্ছিস তোরা ভুলে।
৪
প্রবাসীরা সাজলে নবাব
হিংসে কেন হয়রে,
সেই নবাবী দেখে বল না
কিসের এতো ভয়রে।
প্রবাসীরা আসলে দেশে
করুক একটু সুখরে,
তুই বেহায়ার কাঁপে কেন
ঘৃণায় ভরা বুকরে।
মন্ত্রীর চেয়ারে বসে বেটা
হারাইলি কি হুষরে,
নইলে বৃথাই প্রবাসীদের
খুঁজবে কেন দোষরে!
দেশ ও দশের টাকা লুটে
তোরা কামাস সুখরে,
বড্ড বেশি বকিস তোরা
বন্ধ রয় না মুখরে।
তোদের মত ভন্ড নেতায়
দেশ ভরেছে দেশরে,
হরিলুটে তোরাই আবার
দেশটা করিস শেষরে।