তারিক জামিলের সাথে করোনাভাইরাস নিয়ে ইমরান খাঁনের বৈঠক
1 min read
আবদুল্লাহ তামিম।।
প্রধানমন্ত্রী ইমরান খান করোনার ভাইরাস বিষয়ে পাকিস্তানের প্রখ্যাত দায়ি মাওলানা তারিক জামিলের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মাওলানা তারিক জামিলের কাছে বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানান।
জিও নিউজ জানায়, আজ সোমবার ইমরান খানের নিজস্ব কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইমরান খান মাওলানা তারিক জামিলকে ধর্মীয় অঙ্গনে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করার আহ্বান জানান।
এ কঠিন মুহূর্তে ধর্মীয় বিষয়ের সভা তাবলিগ বিষয়ক মজলিস সীমিত করারও আহ্বান জানান। এ বিষয়ে জরুরি ভূমিকা রাখতে অনুরোধ করেন।
এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে করোনা ভাইরাস সম্পর্কে সমন্বয় কমিটির বৈঠক হয়, এতে করোনার ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে নেওয়া পদক্ষেপগুলি পর্যালোচনা করে বিভিন্ন প্রস্তাব বিবেচনা করা হয়।
শুক্রবার, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক মন্ত্রী পীর নুরুল হক কাদরীও উলামায়েদের কাছে খুতবা ও নামাজ সংক্ষিপ্ত করার আহ্বান জানান।
জিওনিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ